About the book:
The Bonding Between Husband and Wife. পুরো বাড়িটাকে কতো সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে আলোর ছড়াছড়ি, আর আমার হাতেও মেহেন্দী লাগানো হলো কিছুক্ষন আগেই, তাই আমার বাড়িটাকেই আর ছোঁয়া হলো না, একটুপর পাশের বাড়ির কাকিমা আসবে তাদের বাড়িতে যাওয়ার জন্য, ও আমিতো বলতেই ভুলে গেছি আজ কী! আসলে আজ গায়ে হলুদ ও আইবুড়ো ভাত ছিলো, আর কাল বিয়ে , আমাদের গায়ে হলুদের দিনের বেলা বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া হয় আর রাত্রে বেলা অন্য কারোর বাড়িতে খেতে হয় তাই কাকিমার বাড়িতে নিমন্ত্রণ, আর মেহেন্দী ও কিছুক্ষণ আগেই লাগানো হলো।।
About the Author: আমি অঙ্কিতা চ্যাটার্জী,পিতা- শ্রী রামকৃষ্ণ চ্যাটার্জী, মাতা- শ্রীমতি ঝুমুর চ্যাটার্জী।। পশ্চিমবঙ্গের আসানসোল নামের একটা শহরে জন্মগ্রহণ করেছি।। বর্তমানে আসানসোল বিধান চন্দ্র কলেজের স্নাতকের ছাত্রী।। লেখালেখি করতে বরাবরই খুব বেশি ভালো লাগতো, নিজের জন্য লিখলেও পরে শুধু নিজের জন্য না
About the author:
আমি অঙ্কিতা চ্যাটার্জী,পিতা- শ্রী রামকৃষ্ণ চ্যাটার্জী, মাতা- শ্রীমতি ঝুমুর চ্যাটার্জী।। পশ্চিমবঙ্গের আসানসোল নামের একটা শহরে জন্মগ্রহণ করেছি।। বর্তমানে আসানসোল বিধান চন্দ্র কলেজের স্নাতকের ছাত্রী।।
লেখালেখি করতে বরাবরই খুব বেশি ভালো লাগতো, নিজের জন্য লিখলেও পরে শুধু নিজের জন্য না পাঠক-পাঠিকাদের জন্যও লেখা শুরু করেছি।। অর্ধাঙ্গিনী আমার এক অতি প্রত্যাশিত উপন্যাস, যাকে আমি অনেক বেশি ভালোবাসি বই হিসেবে।।
" জীবনে কিছু পেতে হলে স্ট্রাগল করতে হয়" এটাতে বিশ্বাসী আমি।।
অর্ধাঙ্গিনী উপন্যাস টা আমি "উপন্যাস" এবং " তোমাকে" উৎসর্গ করলাম।।
আপনাদের সবার আশীর্বাদ আমার সাথে থাকবে আশা করি।।
ছবি- সংগ্রহ করা হয়েছে।।